রূপান্তর

   মাধব কী কহিব তাহার ঞ্ জে য়ানে। *

সুপ্রভু কহনু যবে রোষ করিল তবে,

       করে মুদিল দুই কানে।

আইল গমনবেলা, নীদ না টুটিল,

       সে তো কিছু নাহি শুধাইল!

এমন কর্মহীন মম সম কোন্‌ ধনী!

       হাত হইতে স্পর্শমণি গেল!

যদি আমি জানিতাম এমন নিঠুর প্রভু

       কুচে কাঞ্চনগিরি সাধি

কৌশল করিয়া বাহুলতা লয়ে

       দৃঢ় করি রাখিতাম বাঁধি।

ইহা স্মরিয়া যবে জীবন না মরিল তবে

       বুঝি বড়ো হৃদয় পাষাণ।

হেমগিরিকুমারী - চরণ হৃদয়ে ধরি

       কবিবিদ্যাপতি - ভান। ৫৩

 

                 ২০

 

       সখী সঁ নায়িকা বচন

কি কহব আহে সখি নিঅ অগেআনে।

       সগরো রইনি গমাওলি মানে॥

জখন হমর মন পরসন ভেলা।

       দারুণ অরুণ তখন উগি গেলা॥

গুরু জন জাগল কি করব কেলী।

       তনু ঝপইত হম আকুল ভেলী॥

অধিক চতুরপন ভেলহুঁ অজ্ঞানী।

       লাভক লোভ মুরহু ভেল হানী।

ভনহিঁ বিদ্যাপতি নিঅ মতি দোসে।

       অবসর কাল উচিত নহি রোসে॥ ৫৪

 

* অর্থাৎ, মাধবের জ্ঞা ‌ে [ নর ] কথা কী ক [ হিব ]।