রূপান্তর

       রাখিবে কোন্‌ সন্দেশে!

বনে গমন কর হইয়া দুসরমতি ( ভিন্নমতি ),

       বিসরি যাইবে পতি মোরে,

হীরা মণি মানিক কিছু নাহি মাগিব,

       ফের মাগিব প্রভু তোরে।

যখন গমন করো, নয়নে নীর ভরি

       দেখিতে না পাইনু প্রভু তোরে।

এক নগরেতে বসি প্রভু হইল পরবশ,

       কেমনে পুরিবে মন মোর!

প্রভুসঙ্গে কামিনী বড়োই সোহাগিনী,

       চন্দ্র - নিকটে যেন তারা!

ভনয়ে বিদ্যাপতি — শুন বরযুবতী

        আপন হৃদয়ে ধরো সার। ৫৫

 

              ২২

          নায়িকা বিরহ

 

মোহি তেজি পিআ মোর গেলাহ বিদেস।

       কৌনি পর খেপব বারি বএস॥

সেজ ভেল পরিমল ফূল ভেল বাস।

       কতয় ভমর মোর পরল উপাস॥

সুমরি সুমরি চিত নহীঁ রহে থীর।

       মদন দহন তন দগধ শরীর॥

ভনহিঁ বিদ্যাপতি কবি জয় রাম।

       কী করত নাহ দৈব ভেল বাম॥ ৫৬

 

             

মোরে তেজি পিয়া মোর গেল যে বিদেশ,

       কার ‘পরে ক্ষেপিব এ বালিকা - বয়েস।

শয্যা হইল সুগন্ধি, ফুলের হইল বাস —

       আমার ভ্রমর কত করিছে উপবাস!

স্মরিয়া স্মরিয়া চিত নাহি রহে স্থির —