রূপান্তর

হমর করম ভেল বিহ বিপরীত।

তেজলন্‌হি মাধব পুরবিল প্রীত॥

হৃদয়ক বেদন বান সমান।

আনক দুখ কেঁ আন নহিঁ জান॥

ভনহিঁ বিদ্যাপতি কবি জয় রাম।

কি করত নাহ দৈব ভেল বাম॥ ৫৮

 

মাধব আমার রটিল দূর দেশ —

কেহ না কহে, সখী, কুশলসন্দেশ।

যুগ যুগ বাঁচুক, থাকুক লক্ষ ক্রোশ —

আমার অভাগ্য, তাহার কোন্‌ দোষ!

আমার করমে হইল বিধি বিপরীত,

তেজিল মাধব পূরবের প্রীত।

হৃদয়ের বেদনা বাণসমান —

অন্যের দুঃখ নাহি জানে আন।

ভনয়ে বিদ্যাপতি কবি জয়রাম —

কী করিবে নাথ, দৈব হইল বাম। ৫৮

 

            ২৫

       নায়িকা বিরহ

 

মন পরবস ভেল পরদেস নাহ।

দেখি নিশাকর তন উঠ ধাহ॥

মদন বেদন দে মানস অন্ত।

কাহি কহব দুখ পরদেস কন্ত॥

সুমরি সনেহ গেহ নহিঁ আর।

দারুন দাদুর কোকিল রার॥

সসরি সসরি খসু নিবিবন আজ।

বড় মনোরথ ঘর পহু ন সমাজ॥

ভনহিঁ বিদ্যাপতি সুনু পরমান।

বুঝু নৃপ রাঘব নব পচোবান॥ ৬১