রূপান্তর

  মাধব মাস তীথি ছল মাধব

          অবধ করি এ পহু গেলা।

  কুচ জুগ সম্ভু পরসি হাসি কহলন্‌হি

          তেঁ পরতীতি মোহি ভেলা॥

  অবধি ওর ভেল সময় বেআপিত

          জীবন বহি গেল আসে।

  তখনুক বিরহ জুবতি নহিঁ জীউতি

          কি করত মাধব মাসে॥

  ছন ছন কয় কঁ দিবস গমাওলি

          দিবস দিবস কয় মাসে।

  মাস মাস কর বরখ গমাওলি

          আব জিবন কোন আসে॥

  আম মজর ধরু মন মোর গহবর

          কোকিল সবদ ভেল মন্দা।

  এহন বএস তেজি পহু পরদেস গেল

          কুসুম পিউল মকরন্দা॥

  কুমকুম চানন আগি লগাওল

           কেহ কহে সীতল চন্দা।

  পহু পরদেস অনেক কেঁ রাখথি

          বিপতি চিন্‌হিঐ ভল মন্দা॥ ৬৬

 

  মাধব মাসে মাধবতিথিতে

          অবধি করিয়া প্রভু গেল।

  কুচযুগশম্ভু পরশি হাসি কহল,

          তাই প্রতীতি মোর হইল।

  অবধি শেষ হইল, সময় বেয়াপিত —

          জীবন বহি গেল আশে।

  তখনকার বিরহেই যুবতী বাঁচে না,

          মাধবমাসে কী করে!

  ক্ষণ ক্ষণ করিয়া দিবস গোঁয়াইল,

          দিবস দিবস করি মাসে!