রূপান্তর

                ২

 

গগন মৈ থালু রবি - চন্দু দীপক বনে।

তারিকামণ্ডল জনক মোতী॥

ধূপু মলআনলো পবণু চবরো করে।

সগল বনরাই ফূলন্ত জোতী॥

কৈসী আরতী হোই

ভবখণ্ডনা তেরী আরতী।

অনহতা সবদ বাজন্ত ভেরী॥

                — নানক : গুরুগ্রন্থসাহেব

 

গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে,

     তারকামণ্ডল চমকে মোতি রে।

ধূপ মলয়ানিল,   পবন চামর করে,

     সকল বনরাজি ফুলন্ত জ্যোতি রে।

কেমন আরতি, হে ভবখণ্ডন, তব আরতি —

     অনাহত শব্দ বাজন্ত ভেরী রে।

 

               ৩

 

কঁই তো দিবস দেখেন মী ডোলাঁ

কল্যাণ মঙ্গলামঙ্গলাচেঁ॥

আয়ুষ্যাচ্যা শেবটী পায়াসবেঁ ভেটী।

কলিবরেঁ তুটী জাল্যা ত্বরে॥

সরো হে সঞ্চিত পদবীচা গো ৱা

উতাবীল দেবা মন জালে॥

পাউল্যপাউলীঁ করিতাঁ বিচার

অনন্ত বিকার চিত্তা অঙ্গী॥

হ্মণউনিঁ ভয়াভীত হোতো জীব।

ভাকিতসেঁ কীঁব অট্টাহাসেঁ॥

তুকা হ্মণে হোইল আইকিলে কানী।

তরী চক্রপাণী ধাঁব ঘালা॥