প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
৫। প্রশ্নের নমুনা –
What does the servant do? Does he shut the door? Does he shut the window? Who shuts the door? Does the master shut the door?
এইরূপে অতীত, ভবিষ্যৎ ও বহুবচনে।
৬। ক্রিয়ার বিশেষণ-যোগে প্রশ্নোত্তর – অতীত, ভবিষ্যৎ ও বহুবচনে।
চাকর মন্দিরের দরজা বন্ধ করিতেছে।
প্রভু আফিসের জানালা খুলিতেছেন।
জেলে নদীতে মাছ ধরিতেছে।
দরজী দোকানে কাপড় কাটিতেছে।
দাসী রাজবাটীতে কাজ করিতেছে।
শিশু মেজের উপর পুতুল ভাঙিতেছে।
বালক স্কুলঘরে চৌকি নাড়াইতেছে।
বিড়াল ভাঁড়ার ঘরে ( pantry ) দুধ পান করিতেছে।
কুকুর বাগানে বিড়ালকে কামড়াইতেছে।
চৌকিদার রাস্তায় চোরকে মারিতেছে।
১। বহুবচন করাও।
২। অতীত ও ভবিষ্যৎ করাও।
৩। নেতিবাচক করাও।
৪। উল্লিখিত ক্রিয়ার বিশেষণগুলি ব্যবহার করাও।
৫। প্রশ্নের নমুনা –
What does the servant do? Who shuts the door? Where does he shut the door? Does he shut the door in the palace? Does he shut the window in thee temple?
এইরূপে বহুবচনে, অতীত ও ভবিষ্যতে।
৬। ক্রিয়ার বিশেষণ-যোগে প্রশ্নোত্তর – বহুবচনে, অতীত ও ভবিষ্যতে।
আমি দরজা বন্ধ করিতেছি।
তিনি জানালা খুলিতেছেন।