প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
২। অতীত ও ভবিষ্যৎ করাও।
৩। নেতিবাচক করাও।
৪। যথাক্রমে hurriedly, quickly, deeply, suddenly, painfully, silently, rapidly, strongly, diligently, majestically ক্রিয়ার বিশেষণগুলি ব্যবহার করাও।
৫। There is -যোগে দুই প্রকারে নিষ্পন্ন করাও, বর্ত্তমান, অতীত ও ভবিষ্যতে।
৬। প্রশ্নের নমুনা –
What does the frog do? What does he jump into? Where does he jump in? Does he jump into the fire?
এইরূপে বহুবচনে, অতীত ও ভবিষ্যতে।
৭। ক্রিয়ার বিশেষণ-যোগে প্রশ্নোত্তর –
তুমি কূপে ঝাঁপাইয়া পড়িতেছ।
তিনি আগুনে ধাবিত হইতেছেন।
আমি জলে ডুব দিতেছি।
তিনি নালায় উল্টাইয়া পড়িতেছেন।
আমরা গর্ত্তে ( hole ) পড়িতেছি।
তোমরা মেঘের মধ্য উঠিতেছ।
তাহারা বালির মধ্যে খুঁড়িতেছে।
১। একবচনকে বহুবচন ও বহুবচনকে একবচন করাও।
২। অতীত ও ভবিষ্যৎ করাও।
৩। নেতিবাচক করাও।
৪। ক্রিয়ার বিশেষণ যোগ করাও।
৫। প্রশ্নোত্তর – একবচন, বহুবচন, বর্ত্তমান, অতীত ও ভবিষ্যতে।
৬। ক্রিয়ার বিশেষণ-যোগে প্রশ্নোত্তর, উক্তরূপে।
The boy throws his marble into the well.
The maiden dips her pitcher into the water.
The sweeper sweeps the dirt into the ditch.