প্রথম ভাগ

the hand        the head        the lamb

the boat        the nose        the ear

ইংরেজি করো–

লম্বা শক্ত কলম।                     নিচু পুরানো ডেস্ক।

বড়ো চ্যাপ্টা নাক।                    বিশ্রী খোঁড়া কুকুর।

কোমল গরম হাত।                  ধনী দয়ালু মেয়ে।

বড়ো বুনো ছাগল।                   পাতলা লম্বা কান।

ভালো নূতন নৌকা।                গরম শুক্‌নো খাবার।

পোষা বুড়ো পাখি।                   খোঁড়া মোটা মেষশাবক।

বাংলা করো–

The thin old man              The soft warm hand

The red hot sun                The lame old cow

The wet cold bed             The hot dry bed

The new red boat             The ugly old ass

The big fat goat                The old bad pen

The man is big.                 The dog is mad.

The cat is red.                  The boy is bad.

The pen is new.                The cow is fat.

The ink is dry.                  The sun is hot.

The bed is low.                The mat is wet.

শিক্ষক এখন হইতে বস্তু ও গুণ নির্দেশ করিয়া ছাত্রকে ইংরেজিতে বাক্য রচনা করিতে উৎসাহ দিবেন।

ইংরেজি করো–

মানুষটি নূতন।        কলমটি বড়ো ।             বালকটি পাগল।

কুকুরটি খারাপ।      বিড়ালটি মোটা।             গাভীটি লাল।

মানুষটি পাগল।       কুকুরটি লাল।              কলমটি খারাপ।

ছেলেটি মোটা।        গাধাটি নূতন।              কলমটি লাল।

কোনো ছাত্রকে দেখাইয়া– Is that boy tall? কলম দেখাইয়া– What is this? Is this pen black? Is this book thick? No, this book is not thick, this book is thin.এইরূপে নিকটবর্তী পদার্থ সম্বন্ধে প্রশ্নোত্তর করাইতে হইবে।