দ্বিতীয় ভাগ
অনুবাদ করো–

কুমারী তাহার কলসী দিয়া জল তুলিতেছে।

মেথর তাহার ঝাঁটা ( broom ) দিয়া উঠান ( courtyard ) হইতে ময়লা ফেলিতেছে।

শিশু লাঠি দিয়া কাদায় খোঁচা দিতেছে ( poke )।

ডাক্তার তাহার ছুঁচ দিয় চামড়া ( skin ) বিঁধিতেছেন।

ছুতার তাহার হাতুড়ি দিয়া কাঠে পেরেক ঠুকিতেছে।

কুকুর তাহার দাঁত দিয়া বিড়ালকে কামড়াইতেছে।

চৌকিদার তাহার মুষ্টি ( fist ) দিয়া চোরকে মারিতেছে।

বালক তাহার লাঠি দিয়া পুতুল ভাঙিতেছে।

দরজী তাহার কাঁচি দিয়া কাপড় কাটিতেছে।

বালক একটি আঁকড়সি ( hook ) দিয়া ফল ছিঁড়িতেছে।

১। বহুবচন করাও।

২। অতীত ও ভবিষ্যৎ করাও।

৩। নেতিবাচক করাও।

৪। যথাযোগ্য ক্রিয়ার বিশেষণ বসাইতে হইবে।

৫। There is -যোগে নিষ্পন্ন করাইতে হইবে।

৬, ৭। উল্লিখিত উভয় প্রকারে প্রশ্নোত্তর।


অনুবাদ করো–

আমি চাক দিয়া পেয়ালা গড়িতেছি।

সে (স্ত্রী) তাঁত দিয়া কাপড় বুনিতেছে।

তুমি বাটালি দিয়া মূর্ত্তি খুদিতেছ।

সে জাল দিয়া মাছ ধরিতেছে।

আমরা কাস্তে দিয়া ঘাস কাটিতেছি।

তোমরা দাঁড় দিয়া নৌকা চালাইতেছ।

তাহারা কুড়াল দিয়া গাছ কাটিতেছে।

১। বচনান্তর করাও।

২। অতীত ও ভবিষ্যৎ করাও।

৩। নেতিবাচক করাও।

৪। যথাযোগ্য ক্রিয়ার বিশেষণ যোগ করাও।

৫। উল্লিখিত উভয় প্রকারে প্রশ্নোত্তর।