দ্বিতীয় ভাগ
অনুবাদ করো-

কাঠুরিয়া তাহার ভাইয়ের সঙ্গে কুড়াল দিয়া কাঠ কাটিতেছে।

কুমারী তাহার মাতার সঙ্গে কলসী করিয়া জল আনিতেছে।

গ্রামবাসী মিস্ত্রির সঙ্গে ইঁট দিয়া মন্দির গড়িতেছে।

স্বামী তাহার স্ত্রীর সহিত তাঁত দিয়া একখানা কাপড় বুনিতেছে।

দরজী তাহার মজুরদের ( men ) সঙ্গে কাঁচি দিয়া কাপড় কাটিতেছে।

কৃষক তাহার পুত্রদের সহিত লাঙ্গল দিয়া ক্ষেত চষিতেছে ( tills )।

বালক তাহার বন্ধুদের সঙ্গে মার্ব্বল লইয়া খেলিতেছে।

রাজা তাঁহার সৈন্যসহ কামান দিয়া লড়িতেছেন।

প্রভু তাঁহার ভৃত্যদের সঙ্গে একটা শিকল দিয়া হাতি বাঁধিতেছেন।

শিকারী তাহার অনুচরদের সঙ্গে বর্শায় করিয়া বাঘ মারিতেছে।

১। বহুবচন করাও।

২। অতীত ও ভবিষ্যৎ করাও।

৩। নেতিবাচক করাও।

৪। যথাযোগ্য ক্রিয়ার বিশেষণ যোগ করাও।

৫। There is -যোগে নিষ্পন্ন করাও।

৬। উল্লিখিত উভয় প্রকারে প্রশ্নোত্তর।


১১
Present Continuous (কিয়ৎকালব্যাপী)

“ খাইতেছে ” “ হাসিতেছে ” “ খেলিতেছে ” শব্দগুলি ইংরাজিতে eats, laughs, plays J is eating, is laughing, is playing উভয় রূপেই তর্জমা করা যাইতে পারে। রূপভেদে অর্থেরও কিছু প্রভেদ হয়। The girl laughs বলিলে শুদ্ধ মাত্র ক্রিয়ার বর্ত্তমানতা বুঝায়, The girl laughs বলিলে ক্রিয়ার বর্ত্তমান ত বুঝায়ই, অধিকন্তু তাহার কিয়ৎকালব্যাপকত্বও বুঝায়, অর্থাৎ যে মুহূর্ত্তে ক্রিয়াটির প্রতি দৃষ্টি আকৃষ্ট হইল সেই মুহূর্তে ক্রিয়াটি চলিতেছে, তখনও সমাপ্ত হয় নাই। ক্রিয়া সেই মুহূর্ত্তের কিছু পূর্ব্ববর্ত্তী ও কিছু পরবর্ত্তী সময় অধিকার করিয়া রহিয়াছে। অতীত এবং ভবিষ্যতেও ing ফযোগে অর্থ ভিন্ন হয়। The boy was eating, অথবা The boy will be eating বলিলে বুঝায় যে ক্রিয়াটি একটি নির্দিষ্ট সময়ে চলিতেছিল বা চলিবে, যে সময়ে অন্য কিছু ঘটিতেছিল বা ঘটিবে – যথা The boy was eating when you saw him, The boy will be eating when you will see him ইত্যাদি। এই প্রভেদটি শিক্ষক ছাত্রদের ভাল করে বুঝাইয়া দিবেন।

১। প্রথম পাঠ হইতে দশম পাঠ পর্যন্ত সমুদয় ইংরাজি ক্রিয়াগুলি is-ing দিয়া রূপান্তর কর।

বহুবচন কর। অর্থের প্রভেদ বুঝাইয়া দাও।