প্রথম ভাগ
১৫

The cup is in the bag.

The tub is in the road.

The sun is in the sky.

The road is in the town.

The bag is in the room.

There is -শব্দযোগে এই পাঠ পুনরাবৃত্তি করাইতে হইবে।

ইংরেজি করো–

একবার is একবার there is-শব্দযোগে অনুবাদ করাইতে হইবে

নৌকা সমুদ্রে আছে।            মাদুর বিছানায় আছে।

খাবার হাতে আছে।            নাক মুখে আছে।

কালী পেয়ালায় আছে।

নূতন নৌকা লোহিত সমুদ্রে নাই।

পুরাতন মাদুর শক্ত বিছানায় নাই।

গরম খাবার ভিজা হাতে নাই।

মোটা মেয়েটি ছোটো ঘরে নাই।

মৃত ছাগলটি শুক্‌নো রাস্তায় নাই।

সুন্দর পাখি লাল আকাশে নাই।

নরম বিছানা ভিজা ঘরে নাই।

প্রশ্নের উত্তরে "There is" শব্দের অভ্যাস করাইতে হইবে।

Where is the cup?

What is in the bag?

Is the cup in the bag?

Is there a cup in the bag?

Is not the cup in the bag?

শেষোক্ত দুই প্রশ্নের উত্তরে ইতিবাচক (affirmative)ও নেতিবাচক (negative)দুইরূপই বলাইয়া লইতে হইবে। যথা – Yes, there is a cup in the bag.

অথবা – No, there is no cup in the bag.

এই পর্যায়ে এই পাঠস্থিত সমস্ত ইংরেজি বাক্য, ও বাংলা হইতে ইংরেজি তর্জমাগুলি প্রশ্নরূপে প্রয়োগ করাইয়া উত্তর করাইয়া লইবেন।