দ্বিতীয় ভাগ
LESSON 11
An, In, On

নিম্নলিখিত বাক্যগুলির অনুবাদে at, in এবং on প্রয়োগের প্রভেদ বুঝাইয়া দিতে হইবে।

অনুবাদ করো–

কানাই রান্নাঘরে খায়। ( in )

মালতী কুটীরে বাস করে। ( in )

তোমাদের শিক্ষক চৌকিতে বসেন। ( in )

তাঁহাদের ঘোড়া রাস্তায় দৌড়ায়। ( in )

ছাত্রটি বাগানে বেড়ায়। ( in )

তাঁহার (স্ত্রীলিঙ্গ) মেয়ে জানলায় বসে। ( at )

আমাদের দারোয়ান (সষক্ষঢ়নক্ষ)দ্বারে দাঁড়ায়। ( at )

তাঁহার ভাই ডেস্কে পড়ে। ( at )

হীরা (ঢ়বন ধভতলষশধ) মাতার আংটিতে জ্বলে ( shines )।( on )

তারা আকাশে ওঠে। ( in )

ফল মাটির উপর পড়ে। ( on )

 

প্রশ্নোত্তরের নমুনা

Who eats? ( কানাই)

Where does he eat?

Does Kanai eat in the yard?

 

প্রশ্ন

 

Who is she? ( মালতী )

Where does Malati live?

Does she live in a temple? নেতিবাচক )

Who is that man?

What does the student do? ( বাগানে বেড়ায় )

Where does the student walk?

Does he walk on the road? ( নেতিবাচক )