দ্বিতীয় ভাগ
LESSON 15
ইংরেজি করো–

বালকেরা তাহাদের খুড়ার রান্নাঘরে খায়।

বালিকারা প্রাসাদের দ্বারে পৌঁছায় ( arrive at )।

তোমার ভৃত্যেরা গাছের ছায়ায় দাঁড়ায়।

আমাদের শিক্ষকেরা স্কুল-ঘরের ডেস্কে বসেন।

তাহাদের ঘোড়াগুলি সহরের রাস্তায় দৌড়ায়।

ছোটো মেয়েরা তাহাদের পিতার বাগানে বেড়ায়।

শিশুরা পড়িবার ঘরে ( reading room ) তাহাদের পড়া করে।

তাঁহার কন্যারা তাহাদের খাবার ঘরে তাহাদের বন্ধুদের চিঠি পড়ে।

একবচন ও নেতিবাচক করো।

প্রয়োজন বোধ করিলে যথানিয়মে প্রশ্নোত্তর করানো যাইতে পারে।


LESSON 16

বোর্ডে ছাত্রদের সম্মুখে লেখা থাকিবে।

Do did, write wrote, eat ate, run ran, sit sat, stand stood, shine shone, rise rose, fall fell, drink drank, take took.

   অতীত কাল : Past

I did this.

You wrote on the slate.

The boy ran quickly.

The girl stood at the gate.

The baby sat on the floor.

The child drank milk.

 

Pats Continuous :ব্যাপক অতীত কাল

 

I was doing this.

You were writing on the slate.

The boy was running quickly.