দ্বিতীয় ভাগ

The merchant buys a desk from the shop.*

The girl takes a pice from the purse.

The groom brings a mare from the stable.*

The school boy steals an egg from the nest.

The monkey breaks a twig from the bough.

১। বহুবচন করাও।

২। অতীত করাও। * চিহ্নিতগুলি ভবিষ্যৎ করাও।

৩। নেতিবাচক করাও।

৪। যথাক্রমে j stealthily, suddenly, carefully, laboriously, quickly, cheaply, quietly, forcibly, silently, ক্রিয়ার বিশেষণগুলি

যথাস্থানে ব্যবহার করাও।

৫। There is -যোগে নিষ্পন্ন করাও। প্রত্যেক বাক্য There is -যোগে তিন প্রকারে

নিষ্পন্ন করা যায়। অতীত করাও।

৬। প্রশ্নের নমুনা –

What does the boy do? Does he pluck the fruit? What does the boy pluck the fruit from? Does he pluck it from the ceiling?

এইরূপে বহুবচনে, অতীতে।

৭। ক্রিয়ার বিশেষণ-যোগে প্রশ্নোত্তর, অতীতে ও বহুবচনে।


LESSON 33
অনুবাদ করো–

চাকর তাহার কুটীর হইতে ক্ষেতে যায়।

রাজা তাঁহার প্রসাদ হইতে মন্দিরে ঘোড়ায় চড়িয়া যান।

মুটে গ্রাম হইতে হাটে ছোটে।

মাল্লা তীর হইতে তরীর দিকে সাঁতরায়।

সৈন্য পাহাড় ( hill ) হইতে সহরের দিকে কুচ করিয়া চলে।

চড়াই পাখী ক্ষেত হইতে বাসার দিকে ওড়ে।

ছাত্র খেলার জায়গা ( play ground ) হইতে তাহার শিক্ষকের নিকট যায়।

কেরাণী তাহার ঘর ( home ) হইতে আফিসে আসে।

কাষ্ঠখণ্ড নদী হইতে সমুদ্রে ভাসিয়া চলে।