দ্বিতীয় ভাগ

৫। প্রশ্নের নমুনা–

      What does the potter do? Who makes the cup?

      Whom does he make the cup for?

LESSON 39
অনুবাদ করো–

ছাত্র তাহার শিক্ষকের জন্য চৌকি আনে।*

মাতা তাহার শিশুর জন্য বিছানা করে।*

গ্রামবাসী (villager) তাহার পরিবারের জন্য কুটীর নির্ম্মাণ করে।*

বণিক তাহার আফিসের জন্য ডেস্ক কেনে।*

স্বামী তাহার স্ত্রীর জন্য এক জোড়া (pair) ব্রেস্‌লেট্‌ লয়।*

ঘোড়া যুদ্ধের (war) জন্য কামান টানে।

কন্যা রান্নাঘরের জন্য চাল আনে।*

কাক তাহার বাসার জন্য কাঠিকুঠি (twigs) বহন করে।

১। বহুবচন করাও।

২। অতীত করাও। * চিহ্নিতগুলি ভবিষ্যৎ করাও।

৩। নেতিবাচক করাও।

৪। ঝবনক্ষন ভড়-যোগে নিষ্পন্ন করাও।

LESSON 40
অনুবাদ করো–

তুমি তোমার পিতার জন্য পেয়ালা গড়ো।

আমি আমার মজুরদের জন্য কাপড় কাটি।

সে (স্ত্রী) তাহার প্রভুর জন্য রুটি গড়ে।

আমরা আমাদের পাঠের জন্য বই আনি।

তাহারা তাহাদের বেতনের জন্য মনিবের কাছে যায়।

তোমরা তোমাদের মনিবের জন্য দাঁড় টানো।

১। বচনান্তর করাও।

২। অতীত ও ভবিষ্যৎ করাও।

৩। নেতিবাচক করাও।