প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
|
![]() |
সামালিতে গিয়া নারে সামালিতে
এমন জ্বালা সে তার!
মলিন অশোক ম্রিয়মাণ মুখে
একেলা রহিল সেথা,
নয়নের বারি নয়নে নিবারি
হৃদয়ে হৃদয়ব্যথা।
দেখে নি কিছুই, শোনে নি কিছুই
কে গায় কিসের গান,
রহিয়াছে বসি বহি আপনার
হৃদয়ে-বিঁধানো বাণ।
কিছুই নাহি রে পৃথিবীতে যেন,
সব সে গিয়েছে ভুলি,
নাহি রে আপনি— নাহি রে হৃদয়—
রয়েছে ভাবনাগুলি।
ফুলবালা এক, দেখিয়া অশোকে
আদরে কহিল তারে,
“কেন গো অশোক, মলিন হইয়া
ভাবিছ বসিয়া কারে?”
এত বলি তার ধরি হাতখানি
আনিল সভার ‘পরে—
“গাও না অশোক— গাও” বলি তারে
কত সাধাসাধি করে।
নাচিতে লাগিল ফুলবালা-দল—
মির ধরি তান—
মৃদু মৃদু মৃদু বিষাদের স্বরে
অশোক গাহিল গান।
গোলাপ ফুল ফুটিয়ে আছে,
মধুপ হোথা যাস্ নে—