শৈশবসঙ্গীত
উষারূপসীর কপোলের চেয়ে
    কপোল হইবে রাঙ্গা।
    তখন আসিবে বায়,
    ফিরিতে হবে না তায়,
হৃদয় ঢালিয়া দিব বিলাইয়া
    যত পরিমল চায়।
    মির আসিবে দ্বারে,
    কাঁদিতে হবে না তারে,
পাশে বসাইয়া আশা পূরাইয়া
    মধু দিব ভারে ভারে।
আজিকে ধেয়ানে রয়েছি মগন
    রবির প্রতিমা স্মরি—
এমনি করিয়া ধেয়ান ধরিয়া
   কাটাইব বিভাবরী।