শৈশবসঙ্গীত
নায়কের উক্তি
                     কি হ’ল গো, কি হ’ল আমার!
            বনে বনে  সিন্ধুতীরে    বেড়াতেছি ফিরে ফিরে,
                   কি যেন হারান’ধন খুঁজি আনিবার!
                   সহসা ভুলিয়ে যেন গিয়েছি কি কথা!
            এই মনে আসে-আসে,    আর যেন আসে না সে,
                   অধীর-হৃদয়ে শেষে ভ্রমি হেথা হোথা!
                   এ কি হ’ল এ কি হ’ল ব্যথা!
                   সম্মুখে অপার সিন্ধু দিবস যামিনি
            অবিশ্রাম কলতানে    কি  কথা বলে কে জানে,
            লুকান’আঁধার প্রাণে কি এক কাহিনী।
                   সাধ যায় ডুব দিই, ভেদি গভীরতা
                   তল হ’তে তুলে আনি সে রহস্য কথা।
            বায়ু এসে কি যে বলে পারি নে বুঝিতে
                   প্রাণ শুধু রহে গো যুঝিতে!
            পাপিয়া একাকী কুঞ্জে কাঁপায় আকাশ,
                   শুনে কেন উঠে রে নিশ্বাস!
                   ওগো, দেবি, ওগো বনদেবি,
                   বল মোরে কি হয়েছে মোর!
            কি ধন হারায়ে গেছে,    কি সে কথা ভুলে গেছি,
                   হৃদয় ফেলেছে ছেয়ে কি সে ঘুমঘোর।
                   এ যে সব লতাপাতা হেরি চারি পাশে
            এরা সব জানে যেন    তবুও বলে না কেন!
                   আধখানি বলে, আর দুলে দুলে হাসে!
            নিশীথে ঘুমাই যবে, কি যেন স্বপন হেরি,
                   প্রভাতে আসে না তাহা মনে,
            কে পারে গো ছিঁড়ে দিতে এ প্রাণের আবরণ—
                   কি কথা সে রেখেছে গোপনে।
                            কি কথা সে!
            এ হৃদয় অগ্নিগিরি     দহিতেছে ধীরে ধীরে
                   কোন্‌ খানে কিসের হুতাশে!