পরিশিষ্ট ১
তুমি চাও, কারে চাও।
কোথা গেছে তব উদাস হৃদয়, কোথা
পড়ে আছে ধরণী,
মায়ার তরণী বাহিয়া যেন গো
মায়াপুরী-পানে ধাও—
কোন্ মায়াপুরী-পানে
ধাওৼ
অমর। জীবনে আজ কি প্রথম এল বসন্ত—
নবীন বাসনা-ভরে হৃদয় কেমন করে,
নবীন জীবনে হল
জীবন্ত।
সুখ-ভরা এ ধরায় মন বাহিরিতে
চায়,
কাহারে বসাতে চায় হৃদয়ে—
তাহারে খুঁজিব
দিক-দিগন্তৼ
মায়াকুমারীগনের প্রবেশ
সকলে। কাছে আছে দেখি না পাও।
তুমি কাহার সন্ধানে দূরে যাও।
মনের মত কারে খুঁজে মরো—
সে কি আছে ভুবনে।
সে-যে রয়েছে মনে।
ওগো, মনের মতো সেই তো হবে
তুমি শুভক্ষণে যাহার
পানে চাও।
তোমার আপনার যেজন,দেখিলে না তারে?
তুমি যাবে কার দ্বারে।
যারে চাবে তারে পাবে না,যে মন
তোমার আছে যাবে তা’ওৼ
[প্রস্থান]
শান্তার প্রতি
অমর। যেমন
দখিন বায়ু ছুটেছে,
কে জানে কোথায় ফুল ফুটেছে,
তেমনি আমিও, সখী, যাব—
না জানি কোথায় দেখা পাব।
কার সুধাস্বর-মাঝে জগতের গীত
বাজে,
প্রভাত জাগিছে কার নয়নে,
কাহার প্রাণের প্রেম অনন্ত—
তাহারে খুঁজিব দিক-দিগন্তৼ
[প্রস্থান]