পরিশিষ্ট ১
             শুধু চেয়ে দেখো,শুধু ঘিরে থাকো কাছাকাছি।
        প্রমদা।     সখা, নয়নে শুধু জানাবে প্রেম,নীরবে দিবে প্রাণ।
             রচিয়া ললিত মধুর বাণী আড়ালে গাবে গান।
             গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি।
      প্রমদা ও সখীগণ।     মন চেয়ো না, শুধু চেয়ে থাকো—
             শুধু ঘিরে থাকো কাছাকাছি।
        প্রমদা।     মধুর জীবন,মধুর রজনী,মধুর মলয়বায়।
             এই মাধুরীধারা বহিছে আপনি,
             কেহ কিছু নাহি চায়।
             আমি আপনার মাঝে আপনি হারা,
             আপন সৌর‎ভে সারা।
             যেন আপনার মন আপনার প্রাণ
             আপনারে সঁপিয়াছিৼ
        অমর।     ভালোবেসে দুখ সেও সুখ, সুখ নাহি আপনাতে।
      প্রমদা ও সখীগণ।     না না না, সখা, ভুলি নে ছলনাতে।
        অমর।     মন দাও দাও, দাও সখী, দাও পরের হাতে।          
      প্রমদা ও সখীগণ।     না না না,মোরা ভুলি নে ছলনাতে।
        অমর।     সুখর শিশির নিমেষে শুকায়ে, সুখ চেয়ে দুখ ভালো!
             আনো সজল বিমল প্রেম ছলছল নলিননয়নপাতে।
      প্রমদা ও সখীগণ।     না না না,মোরা ভুলিনে ছলনাতে।
        অমর।     রবির কিরণে ফুটিয়া নলিনী আপনি টুটিয়া যায়,
             সুখ পায় তায় সে।
             চির-কালিমাজনম কে করে বহন চির শিশিররাতে।
      প্রমদা ও সখীগণ।     না না না,মোরা ভুলি নে ছলনাতেৼ
                                                                        [প্রস্থান

                        [পুনঃপ্রবেশ]
         প্রমদা।     দূরে দাঁড়ায়ে আছে,কেন আসে না কাছে।
             যা তোরা যা সখী,যা শুধা গে
             ওই আকুল অধর আঁখি কী ধন যাচে।
            সখীগণ। ছি ওলো ছি, হল কী, ওলো সখী।
        প্রথমা।     লাজবাঁধ কে ভাঙিল। এত দিনে শরম টুটিল!
        তৃতীয়া।   কেমনে যাব।কী শুধাব।