ভগ্নহৃদয়
ভূমিকা
এই কাব্যটিকে কেহ যেন নাটক মনে না করেন। নাটক ফুলের গাছ।
তাহাতে ফুল ফুটে বটে, কিন্তু সেই সঙ্গে মূল, কাণ্ড, শাখা, পত্র, এমন কি
কাঁটাটি পর্য্যন্ত থাকা চাই। বর্তমান কাব্যটি ফুলের মালা, ইহাতে কেবল
ফুলগুলি মাত্র সংগ্রহ করা হইয়াছে। বলা বাহুল্য, যে, দৃষ্টান্তরূপেই ফুলের
উল্লেখ করা হইল।