মালিনী
অবিলম্বে নির্বাসন।
   রাজা।                       ধীরে, বৎস, ধীরে।
দিব তারে নির্বাসন,পুরাব প্রার্থনা,
সাধিব কর্তব্য মোর। মনে করিয়ো না
বৃদ্ধ আমি মোহমুগ্ধ, অন্তর দুর্বল,
রাজধর্ম তুচ্ছ করি ফেলি অশ্রুজল।


মহিষীর পুনঃপ্রবেশ
  মহিষী।   মহারাজ, মহারাজ, বলো সত্য করে
কোথা লুকায়েছ তারে কাঁদাইতে মোরে?
কোথায় সে?
   রাজা।                 কে মহিষী?
  মহিষী।                       মালিনী আমার।
   রাজা।   কোথায় সে? চলে গেছে? নাই ঘরে তার?
  মহিষী।  ওগো, নাই। যাও তুমি সৈন্যদল ল’য়ে
খোঁজো তারে পথে পথে আলয়ে আলয়ে,
করো ত্বরা। ওগো,তারে করিয়াছে চুরি
তোমার প্রজারা মিলে। নিষ্ঠুর চাতুরী
তাহাদের। দূর করে দাও সর্বজনে।
শূন্য করে দাও এ নগরী, যতক্ষণে
ফিরে নাহি দেয় মালিনীরে।
    রাজা।                             গেছে চলে?
প্রতিজ্ঞা করিনু আমি ফিরাইব কোলে
কোলের কন্যারে মোর। রাজ্যে ধিক্‌ থাক্‌।
ধিক্‌ ধর্মহীন রাজনীতি। ডাক্‌, ডাক্‌
সৈন্যদলে।
[ যুবরাজের প্রস্থান
মালিনীকে লইয়া সৈন্যগণ ও প্রজাগণের মশাল ও
সমারোহ সহকারে প্রবেশ
ব্রাহ্মণগণ।                     জয় জয় শুভ্র পুণ্যরাশি,
বিগ্রহিণী দয়া।