বসন্ত
গান
গানগুলি মোর শৈবালেরি দল—
ওরা
বন্যাধারায় পথ যে হারায়
উদ্দাম
চঞ্চল।
ওরা
কেনই আসে যায় বা চ’লে,
অকারণের হাওয়ায় দোলে,
চিহ্ন কিছুই যায় না রেখে,
পায় না কোনো ফল।
ওদের
সাধন তো নাই—
কিছু
সাধন তো নাই,
ওদের
বাঁধন তো নাই—
কোনো
বাঁধন তো নাই।
উদাস ওরা
উদাস করে
গৃহহারা
পথের স্বরে,
ভুলে-যাওয়ার স্রোতের ’পরে
করে টলমল।
রাজা। আর দেরি নয়, কবি। ঐ দেখো, মন্ত্রণাসভা থেকে অর্থসচিব এসেছে। রাজকোষের কথা পাড়বার পূর্বেই ঋতুরাজের আসর জমাও।
মাধবী মালতী ইত্যাদি
তোমার বাস কোথা-যে পথিক ওগো,
দেশে কি বিদেশে।
তুমি
হৃদয়-পূর্ণ-করা,
ওগো
তুমিই সর্বনেশে।
ঋতুরাজ
আমার বাস কোথা-যে জান নাকি,
শুধাতে হয় সে কথা কি,
ও মাধবী, ও মালতী
মাধবী মালতী ইত্যাদি
হয়তো জানি, হয়তো জানি, হয়তো জানি নে,
মোদের
বলে দেবে কে সে।