প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
রণজিৎ। কাকে মানিস নে?
সকলে। প্রণাম।
গণেশ। তোমার কাছে দরবার করতে এসেছি।
রণজিৎ। কিসের দরবার?
সকলে। আমরা যুবরাজকে চাই!
রণজিৎ। বলিস কী?
১। হাঁ, যুবরাজকে শিবতরাইয়ে নিয়ে যাব।
রণজিৎ। আর মনের আনন্দে খাজনা দেবার কথাটা ভুলে যাবি?
সকলে। অন্ন বিনে মরছি যে।
রণজিৎ। তোদের সর্দার কোথায়?
২। (গণেশকে দেখাইয়া) এই-যে আমাদের গণেশ সর্দার।
রনজিৎ। ও নয়, তোদের বৈরাগী।
গণেশ। ঐ আসছেন।
রণজিৎ। তুমি এই সমস্ত প্রজাদের খেপিয়েছ?
ধনঞ্জয়। খ্যাপাই বৈকি, নিজেও খেপি।
আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন্ খ্যাপা সে?
ওরে আকাশ জুড়ে মোহন সুরে
কী যে বাজায় কোন্ বাতাসে?
গেল রে গেল বেলা,
পাগলের কেমন খেলা?
ডেকে সে আকুল করে, দেয় না ধরা—
তারে কানন গিরি খুঁজে ফিরি,
কেঁদে মরি কোন্ হুতাশে।
রণজিৎ। পাগলামি করে কথা চাপা দিতে পারবে না। খাজনা দেবে কি না বলো।
ধনঞ্জয়। না, মহারাজ, দেব না।
রণজিৎ। দেবে না? এত বড়ো আস্পর্ধা?
ধনঞ্জয়। যা তোমার নয় তা তোমাকে দিতে পারব না।