প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
দুই হাত দিয়ে বিপ্রদাসের আলুথালু চুল
একটু পরিপাটি করতে করতে
কুমুদিনী। দাদা, তোমার এ কী চেহারা হয়েছে?
বিপ্রদাস। আমার চেহারা ভালো হবার মতো ইদানীং তো কোনো ঘটনা ঘটে নি — কিন্তু তোর এ কী রকম শ্রী! ফেকাশে হয়ে গেছিস যে!
ক্ষেমাপিসির প্রবেশ
কুমুদিনী। ( প্রণাম করিল ) পিসি, দাদার চেহারা বড়ো খারাপ হয়ে গেছে।
পিসি। সাধে হয়েছে। তোমার হাতের সেবা না পেলে ওর দেহ যে কিছুতেই ভালো হতে চায় না। কতদিনের অভ্যেস।
বিপ্রদাস। পিসি, কুমুকে খেতে বলবে না?
পিসি। খাবে না তো কী? সেও কি বলতে হবে? ওদের পাল্কির বেহারা দরোয়ান সবাইকে বসিয়ে এসেছি, তাদের খাইয়ে দিয়ে আসি গে। তোমরা দুজনে এখন গল্প করো, আমি চললুম।
বিপ্রদাস ক্ষেমাপিসিকে ইশারা করে কাছে ডেকে
কানে কানে কিছু বলে দিলে
বিপ্রদাস। আজ তোকে কখন যেতে হবে?
কুমুদিনী। আজ যেতে হবে না।
বিস্মিত হয়ে
বিপ্রদাস। এতে তোর শ্বশুরবাড়িতে কোনো আপত্তি নেই?
কুমুদিনী। না, আমার স্বামীর সম্মতি আছে।
বিপ্রদাস চুপ করে রইল। খানিকক্ষণ পরে
বিপ্রদাস। তোকে কি তবে কাল যেতে হবে?
কুমুদিনী। না, এখন আমি কিছুদিন তোমার কাছে থাকব।