পূজা

              ২৫৪

     এবার   নীরব করে দাও হে তোমার মুখর কবিরে।
     তার    হৃদয়বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে॥
     নিশীথরাতের নিবিড় সুরে  বাঁশিতে তান দাও হে পূরে,
           যে তান দিয়ে অবাক্‌ কর গ্রহশশীরে॥
           যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন মরণে
           গানের টানে মিলুক এসে তোমার চরণে।
           বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি–
             একলা বসে শুনব বাঁশি অকূল তিমিরে॥