পূজা

              ২৭২

         অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে
         মৌনবীণার তন্ত্র আমার জাগাও সুধারবে॥
           বসন্তসমীরে তোমার ফুল-ফুটানো বাণী
               দিক পরানে আনি–
           ডাকো তোমার নিখিল-উৎসবে॥
                   মিলনশতদলে
         তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে।
         সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহঙ্কার,
                   খুলাও রুদ্ধদ্বার–
               পূর্ণ করো প্রণতিগৌরবে॥