পূজা

              ২৮৭

          শোনো তাঁর সুধাবাণী শুভমুহূর্তে শান্তপ্রাণে–
          ছাড়ো ছাড়ো কোলাহল, ছাড়ো রে আপন কথা॥
          আকাশে দিবানিশি উথলে সঙ্গীতধ্বনি তাঁহার,
                কে শুনে সে মধুবীণারব–
             অধীর বিশ্ব শূন্যপথে হল বাহির॥