নটরাজ
গান

হৃদয় আমার, ঐ বুঝি তোর বৈশাখী ঝড় আসে,

বেড়া ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে।

মোহন এল ভীষণ বেশে

আকাশ ঢাকা জটিল কেশে,

এল তোমার সাধন-ধন চরম সর্বনাশে।

বাতাসে তোর সুর ছিল না, ছিল তাপে ভরা।

পিপাসাতে বুক-ফাটা তোর শুষ্ক কঠিন ধরা।

জাগ্‌ রে হতাশ, আয় রে ছুটে

অবসাদের বাঁধন টুটে,

এল তোমার পথের সাথী বিপুল অট্টহাসে।


কালবৈশাখী

ডাকো বৈশাখ, কালবৈশাখী,

করো তারে লীলাসঙ্গিনী —

কেন সন্ন্যাসী রয়েছ একাকী

আসুক প্রলয়রঙ্গিণী।

হৃত-নিশ্বাস অম্বর তলে

রুদ্ধ বাতাস তাপ-শৃঙ্খলে,

ঘন ঝঞ্ঝার দিক্‌ ঝংকার

অন্তর তব চঞ্চলি,

মন্থি আনুক মর্ত্যস্বর্গ

তোমার অর্ঘ্য-অঞ্জলি।

বাজায় ডমরু তব তাণ্ডবে

গুরু গুর মেঘ মন্দ্রিয়া,—

দিগ্বধূ যত হাহাকার রবে

দুর্দাম উঠে ক্রন্দিয়া।

গৈরিক তব জয় পতাকায়

সন্ধ্যা-রবির রঙ সে মাখায়,

কুঞ্জে বাজায় শাখায় শাখায়

তাল-তমালের খঞ্জনি।