পূজা
                     ৪৪২

            দিন যায় রে দিন যায় বিষাদে–
            স্বার্থকোলাহলে, ছলনায়, বিফলা বাসনায়॥
            এসেছ ক্ষণতরে, ক্ষণপরে যাইবে চলে,
            জনম কাটে বৃথায় বাদবিবাদের কুমন্ত্রণায়॥