পূজা
                     ৪৪৪

           বর্ষ গেল, বৃথা গেল, কিছুই করি নি হায়–
           আপন শূন্যতা লয়ে জীবন বহিয়া যায়॥
         তবু তো আমার কাছে    নব রবি উদিয়াছে,
           তবু তো জীবন ঢালি বহিছে নবীন বায়॥
           বহিছে বিমল ঊষা তোমার আশিসবাণী,
           তোমার করুণাসুধা হৃদয়ে দিতেছে আনি।
         রেখেছ জগতপুরে,     মোরে তো ফেল নি দূরে,
           অসীম আশ্বাসে তাই পুলকে শিহরে কায়॥