পূজা
                     ৪৫৭

           শ্রান্ত কেন ওহে পান্থ, পথপ্রান্তে বসে একি খেলা!
         আজি বহে অমৃতসমীরণ, চলো চলো এইবেলা॥
                তাঁর দ্বারে হেরো ত্রিভুবন দাঁড়ায়ে,
                সেথা অনন্ত উৎসব জাগে,
            সকল শোভা গন্ধ সঙ্গীত আনন্দের মেলা॥