পূজা ও প্রার্থনা
৯
আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে
চলো যাই,
চলো চলো, চলো ভাই॥
না জানি সেথা কত সুখ মিলিবে,
আনন্দের নিকেতনে–
চলো চলো, চলো যাই।
মহোৎসবে ত্রিভুবন
মাতিল,
কী আনন্দ উথলিল–
চলো চলো, চলো ভাই॥
দেবলোকে উঠিয়াছে
জয়গান, গাহো
সবে একতান–
বলো সবে জয়-জয়॥