পূজা
                     ৫১১

              দেবাধিদেব মহাদেব!
              অসীম সম্পদ, অসীম মহিমা॥
              মহাসভা তব অনন্ত আকাশে।
              কোটি কণ্ঠ গাহে জয় জয় জয় হে॥