পূজা ও প্রার্থনা
৫৫
          হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু,  আমি  ক্ষুদ্র অশ্রুবিন্দু
                  তোমার শীতল অতলে ফেলো গো গ্রাসি,
                     তার পরে সব নীরব শান্তিরাশি–
                         তার পরে শুধু বিষ্মৃতি আর ক্ষমা–
                  শুধাব না আর কখন্‌ আসিবে অমা,
                     কখন্ গগনে উদিবে পূর্ণ ইন্দু॥