পূজা
                       ৫৪০

               আজি হেরি সংসার অমৃতময়।
                মধুর পবন, বিমল কিরণ, ফুল্ল বন,
                  মধুর বিহগকলধ্বনি॥
          কোথা হতে বহিল সহসা প্রাণভরা প্রেমহিল্লোল, আহা–
               হৃদয়কুসুম উঠিল ফুটি পুলকভরে॥
          অতি আশ্চর্য দেখো সবে, দীনহীন ক্ষুদ্র হৃদয়মাঝে
            অসীম জগতস্বামী বিরাজে সুন্দর শোভন!
             ধন্য এই মানবজীবন, ধন্য বিশ্বজগত,
                ধন্য তাঁর প্রেম, তিনি ধন্য ধন্য॥