নটরাজ

এক বীণারূপ ধরি

এক গানে ফেলে ছায়া।

নানা ঠাঁই ছিল নানা,

আজ তারে হল জানা,

বাহিরে সে দেখা দিত

মনের মানুষ মম —

আজ নাই আধাআধি

ভিতর বাহির বাঁধি

এক দোলাতেই দোলে

মোর অন্তরতম।


১ এই ছন্দ চৌপদী জাতীয় নহে। ইহার যতিবিভাগ নিম্নলিখিতরুপে:

কত-না দিনের। দেখা॥ কত-না রুপের। মাঝে॥

সে কার বিহনে। একা॥ মন লাগে নাই। কাজে॥


চঞ্চল

ওরে প্রজাপতি, মায়া দিয়ে কে যে

পরশ করিল তোরে।

অস্তরবির তুলিখানি চুরি ক'রে।

বাতাসের বুকে যে-চঞ্চলের বাসা

বনে বনে তুই বহিস তাহারি ভাষা,

অপ্সরীদের দোল-খেলা ফুলরেণু

পাঠায় কে তোর দুখানি পাখায় ভ'রে।

 

যে-গুণী তাহার কীর্তিনাশার নেশায়

চিকন রেখার লিখন শূন্যে মেশায়,

সুর বাঁধে আর সুর যে হারায় ভুলে,

গান গায়ে চলে ভোলা রাগিণীর কূলে,

তার হারা সুর নাচের হাওয়ার বেগে

ডানাতে তোমার কখন পড়েছে ঝরে।