স্বদেশ
২৮
   যদি তোর           ভাবনা থাকে ফিরে যা-না।  তবে তুই  ফিরে যা-না।
                     যদি তোর   ভয় থাকে তো করি মানা॥
   যদি তোর           ঘুম জড়িয়ে থাকে গায়ে  ভুলবি যে পথ পায়ে পায়ে,
   যদি তোর           হাত কাঁপে তো নিবিয়ে আলো সবারে করবি কানা॥
   যদি তোর           ছাড়তে কিছু না চাহে মন  করিস ভারী বোঝা আপন--
   তবে তুই           সইতে কভু পারবি নে রে  এ বিষম পথের টানা॥
   যদি তোর           আপনা হতে অকারণে   সুখ সদা না জাগে মনে
   তবে তুই   তর্ক  ক’রে সকল কথা করিবি নানাখানা॥