স্বদেশ
৪৪
           বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান—
               তুমি কি  এমনি শক্তিমান!
        আমাদের  ভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান—
               তোমাদের  এমনি অভিমান॥
          চিরদিন  টানবে পিছে,  চিরদিন রাখবে  নীচে—
        এত বল  নাই রে তোমার,  সবে না সেই টান॥
      শাসনে  যতই ঘেরো  আছে বল  দুর্বলেরও,
        হও-না  যতই বড়ো  আছেন ভগবান।
          আমাদের   শক্তি মেরে   তোরাও   বাঁচবি নে রে,
             বোঝা তোর  ভারী হলেই ডুববে তরীখান॥