প্রকৃতি
৬৩
    ওই-যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে॥
ওরই গানের তালে তালে  আমে জামে শিরীষ শালে
      নাচন লাগে পাতায় পাতায় আকুল কল্লোলে॥
          আমার    দুই আঁখি ওই সুরে
      যায় হারিয়ে সজল ধারায়  ওই ছায়াময় দূরে।
ভিজে হাওয়ায় থেকে থেকে  কোন্‌ সাথি মোর যায় যে ডেকে,
      একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে॥