প্রেম
৯২
  আমার     নয়ন তোমার নয়নতলে মনের কথা খোঁজে,
  সেথায়     কালো ছায়ার মায়ার ঘোরে পথ হারালো ও যে॥
           নীরব দিঠে শুধায় যত   পায় না সাড়া মনের মতো,
           অবুঝ হয়ে রয় সে চেয়ে অশ্রুধারায় মজে॥
  তুমি      আমার কথার আভাখানি পেয়েছ কি মনে।
           এই যে আমি মালা আনি,   তার বাণী কেউ শোনে?
           পথ দিয়ে যাই, যেতে যেতে   হাওয়ায় ব্যথা দিই যে পেতে –
           বাঁশি বিছায় বিষাদ-ছায়া   তার ভাষা কেউ বোঝে॥