প্রেম
১০৭
        বর্ষণমন্দ্রিত অন্ধকারে     এসেছি তোমারি দ্বারে,
        পথিকেরে লহো ডাকি     তব মন্দিরের এক ধারে॥
        বনপথ হতে, সুন্দরী,   এনেছি মল্লিকামঞ্জরী –
        তুমি লবে নিজ বেণীবন্ধে   মনে রেখেছি এ দুরাশারে॥
        কোনো কথা নাহি ব'লে    ধীরে ধীরে ফিরে যাব চলে।
        ঝিল্লিঝঙ্কৃত নিশীথে     পথে যেতে বাঁশরিতে
        শেষ গান পাঠাব তোমা-পানে শেষ উপহারে॥