প্রেম
১০৯
            গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা।
            আমার যা কথা ছিল হয়ে গেল সারা॥
        হয়তো সে তুমি শোন নাই,   সহজে বিদায় দিলে তাই –
            আকাশ মুখর ছিল যে তখন, ঝরোঝরো বারিধারা॥
            চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি,
            আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি।
        আর কি কখনো কবে     এমন সন্ধ্যা হবে –
            জনমের মতো হায় হয়ে গেল হারা॥