প্রেম
১৫৫
    না না )   নাই বা এলে যদি সময় নাই,
    ক্ষণেক এসে বোলো না গো ‘যাই যাই যাই’॥
        আমার প্রাণে আছে জানি  সীমাবিহীন গভীর বাণী,
    তোমায়    চিরদিনের কথাখানি বলব–   বলতে যেন পাই॥
        যখন    দখিনহাওয়া কানন ঘিরে
                  এক কথা কয় ফিরে ফিরে,
        পূর্ণিমাচাঁদ কারে চেয়ে  এক তানে দেয় আকাশ ছেয়ে,
    যেন   সময়হারা সেই সময়ে একটি সে গান গাই॥