প্রেম
১৬৭
           শেষ বেলাকার শেষের গানে
               ভোরের বেলার বেদন আনে॥
     তরুণ মুখের করুণ হাসি   গোধূলি-আলোয় উঠেছে ভাসি,
               প্রথম ব্যথার প্রথম বাঁশি
           বাজে দিগন্তে কী সন্ধানে   শেষের গানে॥
           আজি দিনান্তে মেঘের মায়া
               সে আঁখিপাতার ফেলেছে ছায়া।
           খেলায় খেলায় যে কথাখানি
               চোখে চোখে যেত বিজলি হানি
                   সেই প্রভাতের নবীন বাণী
           চলেছে রাতের স্বপন-পানে  শেষের গানে॥