প্রেম
১৬৯
                  কেন রে এতই যাবার ত্বরা–
          বসন্ত, তোর হয়েছে কি ভোর  গানের ভরা॥
                     এখনি মাধবী  ফুরালো কি সবই,
                     বনছায়া গায় শেষ ভৈরবী–
                  নিল কি বিদায় শিথিল করবী  বৃন্তঝরা॥
          এখনি তোমার পীত উত্তরী  দিবে কি ফেলে
                  তপ্ত দিনের শুষ্ক তৃণের  আসন মেলে।
                     বিদায়ের পথে হতাশ বকুল
                     কপোতকূজনে হল যে আকুল,
                  চরণপূজনে ঝরাইছে ফুল  বসুন্ধরা॥