প্রেম
১৮৬
     হায় রে,     ওরে যায় না কি জানা।
        নয়ন ওরে খুঁজে বেড়ায়,    পায় না ঠিকানা॥
            অলখ পথেই যাওয়া আসা,    শুনি চরণধ্বনির ভাষা–
                  গন্ধে শুধু হাওয়ায় হাওয়ায়     রইল নিশানা॥
     কেমন করে জানাই তারে
         বসে আছি পথের ধারে।
             প্রাণে এল সন্ধ্যাবেলা     আলোয় ছায়ায় রঙিন খেলা–
                  ঝরে-পড়া বকুলদলে বিছায় বিছানা॥