প্রেম
১৯৫
     কোথা হতে শুনতে যেন পাই–
        আকাশে আকাশে বলে ‘যাই’॥
            পাতায় পাতায় ঘাসে ঘাসে  জেগে ওঠে দীর্ঘশ্বাসে
               ‘হায়, তারা নাই, তারা নাই’॥
     কত দিনের কত ব্যথা     হাওয়ায় ছড়ায় ব্যাকুলতা।
            চলে যাওয়ার পথ যে দিকে   সে দিক-পানে অনিমিখে
                 আজ ফিরে চাই, ফিরে চাই॥