প্রকৃতি
১৮৮
নব বসন্তের দানের ডালি
এনেছি তোদেরই দ্বারে,
আ য় আ য় আ য়
পরিবি গলার হারে॥
লতার বাঁধন হারায়ে মাধবী মরিছে কেঁদে,
বেণীর বাঁধনে রাখিবি, বেঁধে–
অলকদোলায় দোলাবি তারে
আ য় আ য় আ য়॥
বনমধুরি করিবি চুরি আপন নবীন
মাধুরিতে–
সোহিনী রাগিণী জাগাবে সে তোদের
দেহের
বীণার তারে তারে,
আ য় আ য় আ য়॥