প্রকৃতি
১৯১
এনেছ ওই শিরীষ বকুল আমের মুকুল সাজিখানি হাতে করে।
        কবে যে সব ফুরিয়ে দেবে, চলে যাবে দিগন্তরে॥
   পথিক, তোমায় আছে জানা,    করব না গো তোমায় মানা–
    যাবার বেলায় যেয়ো যেয়ো বিজয়মালা মাথায় প’রে॥
তবু তুমি আছ যতক্ষণ
অসীম হয়ে ওঠে হিয়ায় তোমারি মিলন।
        যখন যাবে তখন প্রাণে     বিরহ মোর ভরবে গানে–
        দূরের কথা সুরে বাজে সকল বেলা ব্যথায় ভ’রে॥